
নড়িয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।
এম এ জব্বার - সংবাদের পাতা:
নড়িয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার ১৫ অক্টোবর দুপুরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ফারুক আলম।
সভাটি সঞ্চালনা করেন, মিজানুর রহমান স্যার।
সভায় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।
আলোচনায় পাঠদানে গুণগত মান বৃদ্ধি, উপস্থিতি, পাঠ্যবই বিতরণ এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন নিয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে বলা হয়, “প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সম্পৃক্ততা এবং প্রশাসনিক তদারকি একসঙ্গে কাজ করবে।”
এসময় জনাব শাহ মোঃ ইকবাল মনসুর এর, শরীয়তপুর জেলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে পদোন্নতি জনিত হওয়ায় তাকে বিদায় জানানো হয়।
সভা শেষে আগামী মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।