“ভয়” প্রকাশিত: অক্টো ২১, ২০২৫ 0 14 Share “ভয়” শাম্মী আক্তার স্নেহা আমি ভয় পাই না, ধর্ষককে; আমি ভয় পাই, বিচারব্যবস্থাকে! আমি ভয় পাই না, অসম্মানের ; আমি ভয় পাই, কটু চোখ সমাজের! আমি ভয় পাই না, বিবেকহীনদের ; আমি ভয় পাই, চুপ থাকা মানুষদের!