সবার কথা বলে

জুবায়েদ হ”ত্যা”র প্র/তি/বা/দে নড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের বি/ক্ষো/ভ মিছিল

0 12

জুবায়েদ হত্যার প্রতিবাদে নড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

এম এ জব্বার – সংবাদের পাতা:

কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২১ অক্টোবর সকাল ১১টায় কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নেতাকর্মীরা বলেন, “জুবায়েদকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা ছাত্র রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক। এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

মিছিলে ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও কলেজ শাখার নেতাকর্মীরা অংশ নেন। তারা দ্রুত বিচার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.