
যাত্রাবাড়ীতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন: বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ছয় শতাধিক মানুষ।
এম এ জব্বার – সংবাদের পাতা:
বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ৭১ মেকানাইজড ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে আজ সকাল বুধবার ২২ অক্টোবর যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের আয়োজনে ওয়াপদা কলোনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। সাভার সেনানিবাস হতে আগত চারজন বিশেষজ্ঞ সহ সর্বমোট ৬ জন চিকিৎসক সারা দিনব্যাপী প্রায় ছয় শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন। চক্ষু, চর্ম, গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের দায়িত্বে থাকা ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ শামসুজ্জামান জানান, “বাংলাদেশ সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশব্যাপী মোতায়েন থাকাকালীন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যার অংশ হিসেবে যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের আয়োজনে, আজকে সহ মোট দুইবার মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হল। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।”
চিকিৎসা সেবা প্রাপ্ত রোগীরা সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।