
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
এম এ জব্বার – সংবাদের পাতা:
আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেদারপুর ও ভূমভাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে বুধবার ২২ অক্টোবর নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়ন যুবদলের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের জন্য নানা কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক – মাহবুবুর রহমান খোকন, তিনি তার বক্তব্যে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন উপলক্ষে যুবদলের নেতৃবৃন্দদের বিভিন্ন ধরনের দিক পরামর্শ দিয়ে থাকেন।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, ভূমখাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি - এস এম রুবেল, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক - মামুন লস্কর।
এসময় আয়োজনে নড়িয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে, প্রস্তুতি সভায় নেতৃবৃন্দদের প্রতি বিশেষ দিক নির্দেশনা মূলক বিষয় তুলে ধরেন।
তাছাড়া আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপি'র সহ - সভাপতি - শহিদুল ইসলাম তারা, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক - এড. মাছুদ দেওয়ান, কেদারপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি - আঃ কাদের ফকির, উপজেলা মহিলা দলের সভাপতি - মমতাজ বেগম, পৌরসভা মহিলা দলের সভাপতি - শাহনাজ বেগম।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করে থাকেন, কেদারপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক – মোঃ রুবেল ঢালী।
উক্ত আয়োজনের সঞ্চালনায় ছিলেন, কেদারপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব – মোঃ ওয়াসীম হাওলাদার ও ভূমখাড়া ইউনিয়ন যুবদলের, সাধারণ সম্পাদক - মোহাম্মদ চৌধুরী এবং আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ জাহাঙ্গীর ছৈয়াল।
তাছাড়া আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ডের যুবনেতারা। তারা বলেন, “দলের চেতনা ও নেতৃত্বে বিশ্বাসী থেকে এই দিনটি আমরা ঐক্যবদ্ধভাবে পালন করবো।”
সভায় এলাকার যুব সমাজকে আগামীর সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।