
শরীয়তপুরে ইলিশ শিকারে শিশুদের ব্যবহার করা হচ্ছে : ঢাকা বিভাগীয় কমিশনার।
এম এ জব্বার - সংবাদের পাতা:
ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালে শরীয়তপুরের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। কিছু অসাধু জেলে শিশুদের ব্যবহার করছে মা ইলিশ ধরার কাজে।
নদীতে নামানো হচ্ছে কম বয়সী শিশুদের, যারা ঝুঁকি ও আইন দুটিই বুঝে না। এতে শিশুদের শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি প্রশ্ন উঠছে মানবাধিকারের।
স্থানীয় প্রশাসন বলছে, এমন কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সচেতন মহল শিশুদের এমন কাজে ব্যবহার বন্ধে জোর দাবি জানিয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, এবার মা ইলিশ শিকারে অসাধু চক্র শিশুদের ব্যবহার করছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এ ধরনের অনৈতিক কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরও জানান, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদীর শরীয়তপুর অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত শরীয়তপুর জেলায় ৩৪৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে আটককৃতদের বিরুদ্ধে ৬১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯১ জনকে শাস্তি প্রদান ও ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় জেলেদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য জেলার ২১ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. সিরাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন মৃধা প্রমুখ।