নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রফেসর ডা. মাহমুদ হোসেন বকাউল

নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রফেসর ডা. মাহমুদ হোসেন বকাউল।
এম এ জব্বার – সংবাদের পাতা:
নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন, শরীয়তপুর ২ আসনের বাংলাদেশ জামাতয়ে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. মাহমুদ হোসেন বকাউল।
শনিবার ২৫ অক্টোবর সকালে সভাটি অনুষ্ঠিত হয় নড়িয়া উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে।

এ সময় তিনি বলেন, “গঠনমূলক সাংবাদিকতা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে। সাংবাদিকদের কাজ হচ্ছে সত্য তুলে ধরা, আমি সবসময় সেই কাজের পাশে আছি।”

সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রমে তিনি সবসময় জনগণের পাশে থাকতে চান।
এসময় মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।