সবার কথা বলে

জামালপুরে যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচল দুই কিশোরী

0 9

জামালপুরে যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচল দুই কিশোরী।

মোঃ এমদাদুল হক – স্টাফ রিপোর্টার
সংবাদের পাতা:

জামালপুরের একটি যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে শেষ পর্যন্ত উদ্ধার হয়েছে দুই কিশোরী। বৃহস্পতিবার (২৩অক্টোবর ) সকালে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুযোগ পেয়ে জীবন বাঁচাতে যৌনপল্লী থেকে পালিয়ে আসে দুই কিশোরী। পরে তারা টার্মিনালে এসে একটি যাত্রীবাহী বাসে আশ্রয় নেয়। এসময় পাচারকারীরা তাদের শনাক্ত করে বাস থেকে নামানোর চেষ্টা করলে মেয়েদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই কিশোরীকে হেফাজতে নেয়।

উদ্ধারকৃত মেয়েরা পুলিশের কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে যৌনপল্লীতে তাদের ওপর ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছে। বর্তমানে থানায় মানবপাচার ও নির্যাতনের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা ও মানবাধিকারকর্মীরা মানবপাচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলেন, “এই ভয়াবহ নির্যাতনের অবসান ঘটাতে হলে কঠোর আইন প্রয়োগ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে হবে।”

স্থানীয় প্রশাসন ও কয়েকটি গণসংগঠন কিশোরীদের পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.