
ছাত্রলীগ নেতা সিয়ামের হামলায় জুম্মান হাসপাতালে ভর্তি।
এম এ জব্বার - সংবাদের পাতা:
নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন জুম্মান মাদবর (২২) নামের এক যুবক। জুম্মান কেদারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাহাঙ্গীর (৫০) শেখের ছেল। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতা সিয়াম আহম্মেদ (২২) এর বিরুদ্ধে।
সিয়াম কেদারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলী বেপারির (৫৫) ছেলে।

অভিযুক্ত সিয়াম কেদারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পদে দ্বায়িত্বে ছিলেন। এঘটনায় গুরুতর আহত অবস্থায় জুম্মানকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
আহতের মা জানান, রবিবার ২৬ অক্টোবর ছাত্রলীগ নেতা সিয়ামের কাছে পাওনা টাকা চাইতে যায় তার ছেলে। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে সিয়াম তার মাথায় আঘাত করে এবং পায়ে রড দিয়ে পিটিয়ে জখম করে। মাথায় সেলাই পড়েছে এবং পায়ের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা সিয়ামের সংগ্রহীত ছবি
জুম্মানের মা বাদী হয়ে নড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।