
নড়িয়ায় ডিঙ্গামানিক ইউনিয়নে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
এম এ জব্বার – সংবাদের পাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নড়িয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ডিঙ্গামানিক ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার ১ ডিসেম্বর বিকেলে শরীয়তপুর নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শহীদ জিয়া স্মৃতি সংসদের আঞ্চলিক কার্যালয় দেওজুরি শাখা অফিসে এ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে।
মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় দোয়া আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির সভাপতি – দুলাল খান এবং সভাপতিত্ব করে থাকেন, ইতালি ভেনিস শাখার স্বেচ্ছাসেবক দলের সভাপতি – খায়ের হাওলাদার।
আয়োজনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি – পরান রাড়ি, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি – আবু তাহের হাওলাদার, সাধারণ সম্পাদক – আলী আহাম্মেদ হাওলাদার, কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি – রাব্বি ঢালী, ঘড়িষার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক – আমান খান, ডিঙ্গামানিক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক – সাদ্দাম ছৈয়াল, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক – মোঃ সুমন তালুকদার, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি – শাহজাহান হাওলাদার, সোহাগ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক – রিদয় শেখ, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি – সাব্বির তালুকদার সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাঁর সুস্থতা আজ কোটি মানুষের প্রার্থনা।”
অনুষ্ঠান শেষে বেগম জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।