
নড়িয়ায় শুরেশ্বর দরবার শরীফে বেগম জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
এম এ জব্বার - সংবাদের পাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নড়িয়ার ঐতিহাসিক শুরেশ্বর দরবার শরীফে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ মাগরিব ঘড়িষার ইউনিয়ন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শোভন আহাম্মেদ বাচ্চু মীর-এর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ্ নুরে পারভেজ নূরী আল সুরেশ্বরী।
এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি - জাহাঙ্গীর হোসেন রাড়ি, সাংগঠনিক সম্পাদক - শফিকুল ইসলাম শান্ত, ঘড়িসার ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক - সারফিন খান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক - আকরাম বেপারি, সাত্তার, চাঁন শরীফ মৃধা, যুবদলের সদস্য রনি চৌকিদার, বাবুল মালত, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব - জীবন মোল্লা, যুগ্ম আহবায়ক - কামরান বেপারিসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে দেশনেত্রীর দ্রুত সুস্থ কামনায় বিশেষ দোয়া করা হয়। নেতৃবৃন্দরা বলেন, বেগম জিয়া শুধু একটি দলের নয়, তিনি দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার প্রতীক।