
নড়িয়ায় ভোজেশ্বর ইউনিয়নে বিএনপি প্রার্থী কিরণকে বিজয়ী করার লক্ষ্যে মহিলা সমাবেশ।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়ায় ভোজেশ্বর ইউনিয়নের সর্বস্তরের মহিলাদের উদ্যোগে শরীয়তপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণকে বিজয়ী করার লক্ষ্যে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ খান নিক্সন-এর বাড়িতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণের সহধর্মিনী মিসেস ফারহানা কাদির রহমান।
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
“শরীয়তপুর-২ আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারা ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মহিলাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনী বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা মহিলা দলের সভাপতি মিস সাহিদা, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মমতাজ বেগম।
এসময় আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি – মুন্সি সামসুল আলম দাদন, শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সভাপতি – ইজাজুল ইসলাম মামুন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি – আবু ছিদ্দিক গোড়াপি, নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি – ফজলুল ওয়াহেদ খান নিক্সন, উপজেলা বিএনপি’র সদস্য – আলী খান।

আরো উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক – শরিফ ওয়াহিদুজ্জামান উজ্জল, জেলা জাসাস এর সভাপতি – এড. সুলতান নাছির, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব – বিএম আজিজুল হাকিম, পৌরসভা মহিলা দলের আহবায়ক – শাহনাজ, সদস্য সচিব – মিসেস ফিরোজা, মালেক দেওয়ান, মিজান শিকদার, ওয়াসিম গোড়াপি, ইকবাল শিকদার, নাছির উদ্দিন জনি, মনির, খোকন প্রমুখ।
অনুষ্ঠানটি আয়োজন করেন ভোজেশ্বর ইউনিয়নের সর্বস্তরের মহিলাবৃন্দ।
সমাবেশ শেষে উপস্থিত নারীরা হাতে হাত রেখে আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণকে বিজয়ী করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।