
নড়িয়ায় কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
এম এ জব্বার – সংবাদের পাতা:
নড়িয়া উপজেলায় কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
ক্যাম্প কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন:
নড়িয়া উপজেলা বিএনপি’র উপদেষ্টা হাজী মোঃ মনির, নড়িয়া উপজেলা বিএনপি প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক যুবরাজ দেওয়ান, নড়িয়া উপজেলা বিএনপি’র সদস্য আনিছুর রহমান আনিছ মাদবর।
অনুষ্ঠানের আয়োজন করেন কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাব্বি ঢালী।
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় শত শত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্থানীয়দের মাঝে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে।
এসময় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আয়োজন পরিদর্শনে আসেন, নড়িয়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক – এড. মাসুদ দেওয়ান, কোষাধ্যক্ষ সোহেল দেওয়ান, কেদারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি – আব্দুল কাদের ফকির, সাধারণ সম্পাদক – আবুল হাসান মোল্লা, নড়িয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি – মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক – মামুন লস্কর, কেদারপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক – মোঃ রুবেল ঢালী, যুগ্ম আহবায়ক – মনির বেপারি, রনি বেপারি, আলামিন ফকির।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক – রুলামিন বেপারী, কেদারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের নেতা মজিদ ঢালী, ইমরান মাদবর সহ ছাত্রদেলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ ও স্থানীয়রা কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাব্বি ঢালী এমন একটি আয়োজন করাতে সাধুবাদ জানান তারা।