
নড়িয়ায় কেদারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত।
এম এ জব্বার – সংবাদের পাতা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর, মঙ্গলবার বিকাল ৪টায় অনুষ্ঠিত এ বৈঠকের আয়োজন করে কেদারপুর ১নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
বৈঠকে সভাপতিত্ব করেন কেদারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আঃ লতিফ খান ও সঞ্চালনায় ছিলেন,
সাবেক ছাত্রনেতা লুৎফুল্লাহ রোহিত।
এসময় স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
আয়োজনে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক – ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি, সাংগঠনিক সম্পাদক – এড. মাছুদ দেওয়ান, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি – কাদির ফকির, সাধারণ সম্পাদক – আবুল হাসান মোল্লা, কেদারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক – আকবর শিকারি, সহ-সভাপতি – সামাদ শিকারি, সহ কোষাধ্যক্ষ – সোহেল দেওয়ান, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব – বিএম আজিজুল হাকিম, যুগ্ম আহবায়ক – শোভন খান, নড়িয়া উপজেলা সাবেক ছাত্রনেতা – মনির শিকারি, উপজেলা যুবদলের সদস্য – জাকির শিকারিসহ কেদারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে বক্তারা এলাকার সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, আলহাজ্ব শফিকুর রহমান কিরণ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা।
আগামী নির্বাচনে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।