শফিকুর রহমান কিরণের সমর্থনে কেদারপুর ইউনিয়নে বিএনপি'র উঠান বৈঠক
শরীয়তপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণের সমর্থনে কেদারপুর ইউনিয়নে উঠান বৈঠক
এম এ জব্বার - সংবাদের পাতা:
শরীয়তপুর ২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাধুর বাজার মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) রাতে কেদারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে এলাকার নারী নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক - এড.মাসুদ দেওয়ান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজলা বিএনপি'র উপদেষ্টা - হাজী মোঃ মনির, সহ-সভাপতি - শহিদুল ইসলাম তারা, সহ কোষাধ্যক্ষ - সোহেল দেওয়ান।
আয়োজনে সভাপতিত্ব করে থাকেন, আঃ মজিদ ঢালী ও সঞ্চালনায় ছিলেন, কেদারপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক - আমান খান।
এছাড়া উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন:
মহিলা দলের সভাপতি - শাহিদা আক্তার,
কেদারপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি - কাদির ফকির, সাধারণ সম্পাদক - আবুল হাসান মোল্লা, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক - আবুল বাশার, সহ-সভাপতি - মোস্তাফিজুর রহমান মাছুম, কেদারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি - রুবেল ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক - আকবর শিকারি, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক - শোভন খান, কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি - রাব্বি ঢালী, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক - ইমরান মাদবর, সাবেক জেলা ছাত্রদলের সদস্য জনি দেওয়ান, কেদারপুর ইউনিয়ন সাবেক ছাত্রদলের সভাপতি - রনি দেওয়ান, কেদারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক - জান শরীফ খানসহ কেদারপুর ইউনিয়ন ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও মহিলাদলের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আলহাজ্ব শফিকুর রহমান কিরণ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা।
আগামী নির্বাচনে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।