আলহাজ্ব শফিকুর রহমান কিরণকে বিজয়ী করার লক্ষ্যে কেদারপুরে ৮নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত।
নড়িয়া (শরীয়তপুর):
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চন্ডিপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ বৈঠকের আয়োজন করে ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে কিরণ সাহেবের বিকল্প নেই। তাকে বিজয়ী করতে ঘরে ঘরে গিয়ে প্রচার চালাতে হবে।”
এসময় আয়োজনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সিঃ সহ-সভাপতি - আঃ আজিজ ছৈয়াল।
এছাড়া উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন,
কেদারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক - শেখ জালাল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি - মুক্তার ছৈয়াল, উপজেলা বিএনপির সদস্য - আঃ রব মাদবর, মোঃ আলী মাদবর, সোহেল হাওলাদার, ওয়াসিম হাওলাদার, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক - মিলন ছৈয়াল এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের প্রতিনিধিরা।
আয়োজনে সঞ্চালনায় ছিলেন, সাবেক ছাত্রনেতা ল্যফুল্লাহ রোহিত।