
ভাইরাল ভিডিও নিয়ে নড়িয়া উপজেলার বিএনপি নেতা মতিউর রহমান সাগরকে কেন্দ্রীয় কার্যালয়ের কারণ দর্শানোর নোটিশ।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান সাগরের একটি বক্তব্য সংবলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় দলের শীর্ষ পর্যায়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বক্তব্যে তিনি জামাত ও রাজাকারদের ভোট দিলে আওয়ামী লীগের লোকদের ঘরে থাকতে দেওয়া হবে না—এমন হুমকিসদৃশ মন্তব্য করেন। বিষয়টি ব্যাপক বিতর্কের জন্ম দেয় এবং বিভিন্ন প্রিন্ট, অনলাইন, টিভি চ্যানেল ও সামাজিক মাধ্যমে তা ভাইরাল হয়।
এ প্রেক্ষিতে ১৫ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক লিখিত চিঠির মাধ্যমে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
দলের গঠনতন্ত্র পরিপন্থী এমন বক্তব্যের জন্য শিগগিরই কেন্দ্রীয় সিদ্ধান্ত আসতে পারে বলেও জানা গেছে।