শফিকুর রহমান কিরণের সার্বিক সহযোগিতায় রাম ঠাকুর সেবা মন্দিরের পূর্ণ নির্মাণকাজের শুভ উদ্বোধন।
এম এ জব্বার - সংবাদের পাতা:
আলহাজ্ব শফিকুর রহমান কিরণের সার্বিক সহযোগিতায় কেদারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাদুর বাজারে অবস্থিত রাম ঠাকুর সেবা মন্দিরের পূর্ণ নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহাসিক এই মন্দিরটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়ে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়।
দীর্ঘদিন পর স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের দাবি পূরণে এগিয়ে আসেন শরীয়তপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মফিকুর রহমান কিরণ। তাঁর সার্বিক সহযোগিতায় ১৬ ডিসেম্বর সকালে পুনরায় মন্দির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি - মানিক হালদার, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি - সহিদুল ইসলাম তারা, সাংগঠনিক সম্পাদক -মাসুদ দেওয়ান, মান্নান খান, হাজি মনির, হাসান মোল্লা,
কাদির ফকির, শোভন খান, কেদারপুর ইউনিয়ন যুবদল সেচ্ছাসেবক দল ছাএদল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দির কমিটির সদস্য ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মন্দির পুনঃনির্মাণে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এই উদ্যোগ এমনটাই আশা স্থানীয়দের।