ঘড়িষার ইউনিয়নে বিএনপিতে দুই পরিবারের যোগদান।
এম এ জব্বার - সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের রাড়ী পরিবার ও শিকদার পরিবার-এ দুই পরিবারের ব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
২২ ডিসেম্বর সোমবার বিকেলে ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দা বাংলাবাজারে মতিউর রহমান সাগরের ব্যক্তিগত কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক - আলহাজ্ব মতিউর রহমান সাগর।
এ সময় দুই পরিবারের পক্ষ থেকে পরিবার প্রধান নাজমুল রাড়ী ও পনু শিকদার উপস্থিত থেকে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।