ঠাকুরগাঁওয়ে (৫০ বিজিবির) অভিযানে ১৫০ পিজ নেশা ভারতীয় ডেস্কামেথাসন টেবলেট সহ আটক - ১।
মোঃ সাইফুল ইসলাম
বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ৫০ ব্যাটালিয়ান বিজিবি বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে( ১ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে বেউরঝাড়ী নামক স্থানে একটি বিশেষ টহলদল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার বিওপি বেউরঝাড়ী নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ০১ জন আসামীকে ১৫০ পিজ ভারতীয় নেশা জাতীয় ডেস্কামেথাসন টেবলেট ও আইটেল মোবাইল ফোন ১ টি, জিপি সিম ১ টি , ভারতীয় সিম ১ টি, বাইসাইকেল সহ আটক করতে সক্ষম হয় , আর অপর এক পলাতক আসামি, সুবুর আলী( ৩০) পিতা, লিয়াকত আলী, গ্ৰাম দক্ষিন জিয়া বাড়ি , পোস্ট, মোড়োল হাট, থানা বালিয়াডাঙ্গী , জেলা, ঠাকুরগাঁও পালিয়ে যাই । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত ব্যক্তি ইয়াসিন আলী (৪০), পিতা- মৃত ওয়াজেদ আলী ,গ্রাম- তের আলী , পোস্ট হরিনমারি , থানা বালিয়াডাঙ্গী জেলা- ঠাকুরগাঁও। বিগত ০৭ মাস থেকে তিনি এই কাজের সাথে জড়িত আছেন এবং (১ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে বিক্রির উদ্দেশ্যে ৩৮০/ ৭ এস হতে আনুমানিক ১.৫ কিমি বাংলাদেশ অভ্যন্তরে বেউরঝাড়ী নামক স্থানে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিত্বকে জব্দকৃত মাদকদ্রব্য ও যাবতীয় মালামাল সহ আজ ( ২ জানুয়ারি) শুক্রবার বিকেলে বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে ।
ঠাকুরগাঁও (৫০ ব্যাটালিয়ন) এর অধিনায়ক এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।