সবার কথা বলে

নড়িয়া বেগম খালেদা জিয়ার রু”হে”র মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

0 133

নড়িয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুর-নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দা বাংলাবাজারে বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার, ৪ জানুয়ারি রাতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান সাগর এর আয়োজনে তার নিজ কার্যালয়ে এ দোয়ার আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক – শফিকুল ইসলাম শান্ত, উইনিয়ন বিএনপির সহ-সভাপতি – দোলোয়ার মাঝি, থানা যুবদলের সদস্য – আলাউদ্দিন মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব – জীবন মোল্লাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয় এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.