নাগেশ্বরীতে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক মানুষের মাঝে কম্বল বিতরণ।
হাফিজুর রহমান হৃদয়/কুড়িগ্রাম
সংবাদের পাতা:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুস্থ ও অসহায় শীতার্ত প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার হাসনাবাদ ইউনিয়নের জান্নাতী মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে এবং আল ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে শনিবার বেলা ১১টায় বলাইয়ের পাঠ এলাকায় সমিতি কার্যালয়ের সামনে অর্ধ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জান্নাতী মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ফাতেমা বেগম, আল ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মুফতি শহিদুল ইসলাম, পল্লী প্রাণি চিকিৎসকওসমান গণি, সমাজ সেবক নুরুজ্জামান হক প্রমুখ।