সবার কথা বলে

নোয়াখালীতে অ”বৈ”ধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জ*ব্দ

0 52

নোয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দ।

মোঃ এনায়েত হোসেন
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নোয়াখালী খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ৪টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে দিন ব্যাপি সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয়রা জানান,অশ্বদিয়া ইউনিয়নের কিছু প্রভাবশালী ব্যক্তি এই বালু উত্তোলন করছিলেন। স্থানীয় লোকজন বাধা দিলেও তা উপেক্ষা না করে বালু তোলা অব্যাহত রাখেন তারা।

সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর জানান, উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গ্রামের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে,এই এলাকায় নোয়াখালী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এছাড়া ঘটনার স্থান থেকে বালু উত্তোলনকারীরা মেশিন রেখে পালিয়ে যায়।এছাড়া চৌধুরী হাট সংলগ্ন নোয়াখালী খালে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.