সবার কথা বলে

দ্যা সি অফ সাইলেন্স দিয়ে যাত্রা শুরু থেসপিয়ানস দ্য ঢাকা’র

0 58

দ্যা সি অফ সাইলেন্স দিয়ে যাত্রা শুরু থেসপিয়ানস দ্য ঢাকা’র।

বিশেষ সংবাদদাতা – সংবাদের পাতা:

ঢাকার মঞ্চনাট্যে যুক্ত হচ্ছে নতুন নাট্যদল ‘থেসপিয়ানস দ্য ঢাকা’। দলটির প্রথম প্রযোজনা “দি সি অফ সাইলেন্স” আগামী ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হতে যাচ্ছে। এই প্রযোজনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে দলটি।
নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন “তাজউদ্দিন তাজু”

সমসাময়িক নাট্যচর্চায় মানবমন, সম্পর্ক ও নীরবতার ভাষা অনুসন্ধানে তাঁর এই কাজ নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী প্রদর্শনীর পরদিন ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার একই মিলনায়তনে নাটকটির আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রথম প্রদর্শনী বিকেল ৫টা ৪৫ মিনিটে, এবং দ্বিতীয় প্রদর্শনী সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। দর্শকরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির হল কাউন্টার থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন।

নাটকের সংক্ষিপ্ত কাহিনি:

ভিয়েতনামের হাইফোং বন্দর থেকে যাত্রা শুরু করে একটি যাত্রীবাহী জাহাজ। গন্তব্য লন্ডন। নানা শ্রেণি ও পেশার মানুষের ভিড়ে ভরা এই জাহাজে এক ছোট্ট পরিবারের উপস্থিতি আলাদা করে চোখে পড়ে—সোফিয়া, তার স্বামী ডেভিড, এবং তাদের কিশোরী কন্যা জেনি।

নিস্তরঙ্গ সমুদ্রের বুকে শুরু হওয়া এই যাত্রা এক ঝড়ো রাতে মোড় নেয় অপ্রত্যাশিত দিকে। ঝড়ের গর্জন, আকাশের কালো মেঘ আর বাতাসে ভেসে আসা এক অপরিচিত মাউথঅর্গানের সুর ধীরে ধীরে ভেঙে দেয় চরিত্রগুলোর সম্পর্কের পরিচিত সীমারেখা। উন্মোচিত হতে থাকে চাপা পড়ে থাকা স্মৃতি, ভয় এবং দীর্ঘদিন লুকিয়ে রাখা গোপন অতীত।

জাহাজের দোলার সঙ্গে তাল মিলিয়ে চরিত্রগুলোর জীবনেও দুলতে থাকে সন্দেহ, ভালোবাসা, অপরাধবোধ এবং মুক্তির আকাঙ্ক্ষা। সত্য ও ভ্রম, ভালোবাসা ও ঘৃণার মাঝখানে তৈরি হয় এক ভয়ংকর মানসিক দোলাচল, যেখানে প্রতিটি সিদ্ধান্তই হয়ে ওঠে প্রশ্নবিদ্ধ।

নাটকের শেষ প্রান্তে এসে সমুদ্র আর কেবল পটভূমি থাকে না—সে হয়ে ওঠে এক নীরব সাক্ষী, এক গোপন বিচারক, যে সবকিছু দেখেও কিছু বলে না, কিন্তু যার উপস্থিতি পাল্টে দেয় সবকিছু।
প্রত্যাশা

‘দি সি অফ সাইলেন্স’ শুধু একটি পারিবারিক গল্প নয়; এটি মানুষের ভেতরের নীরবতা, অপরাধবোধ এবং মুক্তির সন্ধানের এক গভীর নাট্যঅনুসন্ধান। নতুন দল হিসেবে থেসপিয়ানস দ্য ঢাকা তাদের প্রথম প্রযোজনাতেই দর্শকদের সামনে একটি ভাবনানির্ভর ও আবেগঘন মঞ্চঅভিজ্ঞতা তুলে ধরতে চায়।

ঢাকার মঞ্চনাট্যপ্রেমীদের জন্য জানুয়ারির মাঝামাঝি এই প্রযোজনা হতে পারে নতুন বছরের অন্যতম আলোচিত নাট্যআয়োজন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.