সবার কথা বলে

বাংলাদেশ আই হাসপাতালের উদ্যোগে বালিয়াডাঙ্গীর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0 57

বাংলাদেশ আই হাসপাতালের উদ্যোগে বালিয়াডাঙ্গীর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

মোঃ সাইফুল ইসলাম
বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

বাংলাদেশ আই হাসপাতালের উদ্যোগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবীর-এর মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি মিঞা মো: হাবিবুল্লাহ বাবুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুস সবুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবী।

এ সময় বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। মানবিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ আই হাসপাতাল নিয়মিতভাবে এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.