
কবিতা : পহেলা মে’র আত্নত্যাগ
লেখনী : খান তন্ময়
রাত-দিন খাটতেই হবে
নেই তো কোনো বিশ্রাম,
অর্থলোভীদের পিপাসা
বেড়ে যায় অবিরাম।
এই বঞ্চনার শেষ কবে হবে
শ্রমিকরা তা পায়না ভেবে,
মনের গভীরে জমে উঠা ক্ষোভ
প্রতিশোধ তারা নেবে।
মুষ্টিবদ্ধ হাজারো হাতের
গগণভেদী হুঁংকার,
আট ঘন্টায় কাজ শেষ হবে
মালিক সব হও হুঁশিয়ার।
মালিকপক্ষ বন্দুক হাতে
ঝাঁকেঝাঁকে গুলি ছোঁড়ে,
বুক চিতিয়ে দাঁড়িয়ে শ্রমিক
এক চুলও না নড়ে।
গুলিবিদ্ধ শ্রমিকের জামা
হয়ে গেল লালে লাল,
সেই জামাটিই লাল পতাকা
চির অম্লান হয়ে কাল।
‘দুনিয়ার মজদুর এক হও’
স্লোগানে
বিপ্লবের এই অগ্নিমন্ত্র
পৌঁছালো কানে কানে।
চীন,ভিয়েতনাম,কোরিয়া,
কিউবা বিশ্বের নানান দেশে,
রক্ত ঝরানো শ্রমিকের পথ
রুশ-বিপ্লবে মেশে।
পহেলা মে’র আত্নত্যাগে
শ্রমজীবি পেলো শিক্ষা,
শ্রমের মূল্য দিতেই হবে
এটাই নয়তো প্রাণভিক্ষা।