সবার কথা বলে

জামালপুরে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে মহান মে দিবস

0 5

জামালপুরে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে মহান মে দিবস।

নিজেস্ব সংবাদদাতা – সংবাদের পাতা:

জামালপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস উদযাপিত  হয়েছে। ১লা মে বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস। জামালপুরে দিনটি যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।

বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাদের সংগঠনের ব্যানারে মিছিলসহকারে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বেলা ১০ টা৩০ মিনিটে সমবেত হতে থাকে। বেলা ১১টার সময় সকল শ্রমিক সংগঠন মিলে এক বর্ণাঢ্য রেলি বের হয়। জামালপুর কেন্দ্রীয় বা টার্মিনাল থেকে শুরু হয়ে জামালপুর জেলা বি এনপির দলীয় কার্যালয়ের(শফির মিয়ার বাজার সংলগ্ন) সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

উক্ত রেলীতে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বি এনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন সহ ,শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক  বাবু জীবন কৃষ্ণ বসাক, সাংগঠনিক সম্পাদক  মোঃ আনোয়ার হোসেন শাহীন, জামালপুর সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হারুন, বাস মিনিবাস  মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভ, মাইক্রো বাস মালিক সমিতির সভাপতি মোসা, সাধারণ সম্পাদক নেসার উদ্দিন  নিশা, শহর বি এনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ সহ সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ মিছিলের সামনে অবস্থান ছিল।

এদিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা শ্রমিক ইউনিয়ন, জেলা রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন কতৃক লাঠি বারি খেলা প্রদর্শতিত হয়। খেলা শেষে আলোচনা সভায় জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বি এনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, বক্তব্য রাখেন শহর শ্রমিক দলের  সদস্যসচীব জাহিদ হাসান জনি সহ জেলা ও শহরের অনেকে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.