সবার কথা বলে

বালিয়াডাঙ্গী সীমান্তে মাইক্রোবাসে মা”দ”ক পাচারকালে চালকসহ দুই মা”দ”ক কারাবারি গ্রে ফ তা র

0 22

বালিয়াডাঙ্গী সীমান্তে মাইক্রোবাসে মাদক পাচারকালে চালকসহ দুই মাদক কারাবারি গ্রেফতার।

বাসুদেব মহন্ত – বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা রত্নাই সীমান্তের বারোসা গ্রামের এলাকায় বিজিবির টহলদল মাইক্রোবাস তল্লশী চালিয়ে ৭শ’ ৫০ মিলির ওজনের বিদেশী সিগনেচার একটি মদের বোতল উদ্ধারের পর মাদককারবারী রতন (৪২) ও মাইক্রোবাস চালক দবিরুল ইসলাম (৩৬) আটক করে স্থানীয় থানা পুলিশের নিকট হাজির করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- বালিয়াডাঙ্গী থানার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সোবহানের ছেলে ও সাবেক সেনা সদস্য রতন ও বালিয়াডাঙ্গী থানা সংলগ্ন ফুলতলা গ্রামের মরহুম খোরসেদ আলম ঠিকাদারের ছেলে মাইক্রোবাস চালক দবিরুল ইসলাম।বিজিবির সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রত্নাই বিজিবি ক্যাম্পের টহলদল শুক্রবার (২ মে) রাত ১১টার দিকে রত্নাই বারোসা গ্রামের রাস্তায় পূর্ব হতে ওৎ পেতে থাকে। এসময় মাদক কারবারী সুপার জিএল ঢাকা মেট্রো ছ-১৪-০৯৩৬ মাইক্রোবাস যোগে মাদক পাচার কালে মাইক্রোবাস গতিরোধ করে তল্লাশী চালিয়ে ৭শ’ ৫০ মিলির ওজনের বিদেশী সিগনেচার একটি মদের বোতল উদ্ধারের পর মাদককারবারী রতন ও মাইক্রোবাসসহ চালক দবিরুল ইসলামকে আটক করে রাতেই স্থানীয় থানা পুলিশের নিকট হাজির করেছে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিজিবির মামলার বরাত দিয়ে বলেন, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে রত্নাই বিজিবি ক্যাম্পের টহলদল রত্নাই বারোসা গ্রামের সামনে রাস্তায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিদেশী ৭শ’ ৫০ মিলির ওজনের সিগনেচার বিদেশী একটি মদের বোতল উদ্ধারের পর মাদককারবারী রতন ও মাইক্রোবাসসহ চালক দবিরুল ইসলামকে আটক করে থানায় হাজির করা হয়।

এব্যাপারে বিজিবির পক্ষ থেকে রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.