আমি কেন লিখি Last updated মে ১০, ২০২৫ 0 3 Share কবিতা:আমি কেন লিখি কবি: শাম্মী আক্তার স্নেহা অনেকেই আমাকে বলে, লিখে কি লাভ? টাকা কড়ি তো আর আসে না। কিভাবে তাদের বোঝাবো, টাকার জন্য তো আমি লিখি না! যার অন্তরে লুকিয়ে থাকা আর্তনাদ, কারো কানে পৌঁছায় না ; আমি তার মুখের ভাষা হতে চাই! যার কষ্টের কথা সে কাউকে জানাতে পারেনা, আমি তার রেডিও হতে চাই! যে সকল অন্যায় মুখ বুঝে সহ্য করে, তাকে সাহস যোগানোর কারিগর হতে চাই! আমি তো এমন এক জাতি তৈরি করতে চাই, যারা হার মানতে জানে না; কোন প্রতিবন্ধকতাকে মানে না। অসহায়ের ঢাল হতে চাই, অত্যাচারীদের কাল হতে চাই। এমন এক স্বপ্নের সমাজ গড়তে চাই, যে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না। আর আমি জানি শব্দের শক্তি আছে, এমন এক শক্তি, যা বিশ্বকে বদলে দিতে সক্ষম!