সবার কথা বলে

সোনাগাজী কামিল মাদ্রাসায় কামিল প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

0 4

সোনাগাজী কামিল মাদ্রাসায় কামিল প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন।

আজগর হোসাইন আতিক

সোনাগাজী প্রতিনিধি (ফেনী) :

সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসায় প্রথম ব্যাচের কামিল (মাস্টার্স সমমান) শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদরাসা মাঠে আয়োজিত এই মাহফিল ঘিরে ছিল এক হৃদয়স্পর্শী পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম। তিনি বলেন, “এই প্রথম ব্যাচ আমাদের জন্য এক নতুন ইতিহাস। ভবিষ্যতে তাদের মাধ্যমেই ইসলামী শিক্ষার আলো সমাজে ছড়িয়ে পড়বে।” শিক্ষার্থীরা দেশব্যাপী ইসলামি শিক্ষার উন্নয়নে এক নবদিগন্তের সূচনা করবে। মাদরাসা শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে সমাজে নৈতিকতা ও নেতৃত্বের গুণসম্পন্ন নাগরিক তৈরি করা।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. আবু ইউসুফ খান, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ড. মো. শাহাজান আল মাদানি, ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মুফতি ফারুক আহমাদ, কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্পোরেট ডিরেক্টর আলহাজ্ব শামছুল হক এমকম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম খলিল এবং সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা হারুন অর রশীদ ও আরবি প্রভাষক মাওলানা আবুল কাশেম। দোয়া পরিচালনা করেন প্রধান মুহাদ্দিস মাওলানা মো. হোসাইন।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিদায়ী শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি ও ভালোবাসা প্রকাশ করেন সকলে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.