তুমি সেই বীর প্রকাশিত: মে ১৫, ২০২৫ 0 4 Share তুমি সেই বীর শাম্মী আক্তার স্নেহা লক্ষ্য আছে বলে, জীবন্ত আছো; মৃত্যু আসবে অবধারিত, আগে বাঁচো। স্রষ্টা দিয়েছে অনেক, কৃতজ্ঞ হও; লড়তে হবে অনেক, শক্ত হও। যুদ্ধ করো ঘোষণা, নিজের সাথে; করতে হবে বিশ্বজয়, সব তোমার হাতে। বিশ্বকে ভালো কিছু, দিয়ে যেতে হবে ; অনেক দুঃখের বোঝা, মাথা পেতে নিতে হবে। মানুষের ভালো করতে হলে, আগে ভালো মানুষ হতে হবে। বিশ্বাস রেখে নিজের উপর, করতে থাকো কাজ ; সফলতা চলেই আসবে, কাল না হয় আজ। তুমি সেই বীর, সত্যের আহ্বায়ক; তুমিই হবে, আগামীর অধিনায়ক!