সবার কথা বলে

কুমারখালী সাহিত্য সংসদের ‘মুক্ত আলো’ লিটল ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত 

0 6
কুমারখালী সাহিত্য সংসদের ‘মুক্ত আলো’ লিটল ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত।
মোশারফ হোসেন – সংবাদের পাতা:
কুষ্টিয়ার কুমারখালী সাহিত্য সংসদের প্রথম প্রকাশনা ‘মুক্ত আলো’ লিটল ম্যাগাজিনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
(৪ জুন) বুধবার দুপুর ১২টায় সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয়।
নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে প্রকাশিত একটি ছোট সাহিত্য পত্রিকা মুক্ত আলো এই ম্যাগাজিনটিতে যুদ্ধ-বিধ্বস্ত ফিলিস্তিনের বাস্তবতা ও সংগ্রামকে কেন্দ্র করে প্রবন্ধ, কবিতা ও বিভিন্ন রচনা স্থান পেয়েছে।
কবি রহমান আজিজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন, কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান। কবি ও সাংবাদিক কাজী সাইফুলের সঞ্চালনা, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ ও কুমারখালী স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী উপস্থিতি ছিলেন।
প্রকাশনা অনুষ্ঠান শেষে  কবিতা উৎসব পরিচালনা করেন, সাংবাদিক ও লেখক মাহমুদ শরীফ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.