সবার কথা বলে

কুমারখালীতে ধা”রালো অ*স্ত্রে*র আ/ঘা/তে শ্রমিক জ খ ম

0 7
কুমারখালীতে ধারালো অস্ত্রের আঘাতে শ্রমিক জখম। 
কুমারখালী (কুষ্টিয়া)প্রতিনিধি
সংবাদের পাতা:
কুষ্টিয়া কুমারখালীতে লিটন হোসেন (৩৫) নামের এক বাটা হাম্বা ড্রাইভার কে প্রকাশ্যে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বুধবার (১১ জুন) সন্ধ্যার দিকে কুমারখালী উপজেলা চাপড়া ইউনিয়নের ভাড়রা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে কুমারখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করে।
আহত লিটন হোসেন (৩৫) কুমারখালী খয়ের চারা গ্ৰামের মজিদ হোসেন এর ছেলে। অভিযুক্তরা হলেন, চাড়রা ইউনিয়নের ভাড়রা গ্ৰামের পালপাড়া গ্ৰামের মৃত- সরোয়ার এর ছেলে মারুফাত হোসেন (৪২) ও তার স্ত্রী সাবিনা খাতুন (৩৫) ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার দিকে বাটা হাম্বা ড্রাইভার লিটন হোসেন ভাড়রা পালপারা গ্ৰামের। বাবলু মাষ্টার এর বাড়িতে বালু ফেলে কুমারখালী শহরের দিকে যাওয়ার পথে। রাস্তার উপরে মারুফাত এর পাখি ভ্যান দাঁড় করানো ছিল। এই সময় ড্রাইভার লিটন ‘হর্ন’ দেওয়াকে কেন্দ্র করে। তাদের মধ্যে কথাকাটাকাটি এক পর্যায়ে মারুফাত বাড়ি থেকে ধারালো হাসুয়া নিয়ে আসলে। এই সময় মারুফাত এর স্ত্রী’ সাবিনা খাতুন লিটনকে জাপটে ধরলে। মারুফাত হাসুয়া দিয়ে লিটনের শরীরে একাধিকবার আঘাত করে । লিটন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া হাসপাতালে স্থানান্তর করেন। আহত লিটনের বাম হাতে ৭ টি সেলাই ও তার পাশরে তিন টি সেলাই লেগেছে বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
এই বিষয়ে কুমারখালী থানায় একটি এজাহার দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলাইমান শেখ বলেন, এই বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.