সবার কথা বলে

দক্ষিণ আফ্রিকায় স/ন্ত্রা/সী/দের গু*লি*তে নড়িয়ার যুবক নি হ ত

0 38

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নড়িয়ার যুবক নিহত।

এম এ জব্বার – সংবাদের পাতা:

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার এক প্রবাসী যুবক।

তিনি পুরান দিনার হাট গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজ উদ্দিন শিকদারের ছেলে, মৃত – বিল্লাল হোসেন শিকদার বসয় আনুমানিক (৪০)।

নিহত বিল্লাল শিকদার দক্ষিণ আফ্রিকায় ১০ বছর ধরে প্রবাসী জীবন যাবন করছেন এবং একটি মুদি দোকান পরিচালনা করতেন।

পরিবারের সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ১৯জুন একদল সন্ত্রাসী তার দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা করে। তিনি বাধা দিলে সন্ত্রাসীরা তাকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় প্রবাসীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। নিহত বিল্লাল শিকদারের একজন ৯ বছরের পুত্র সন্তান রয়েছে।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটি মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহায়তা কামনা করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.