সবার কথা বলে

জয়পুরহাটে গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত 

0 11
জয়পুরহাটে গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত।

 

মাহফুজুর রহমান রিভু 
জয়পুরহাট:
গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টা থেকে দিনব্যাপীজেলা প্রশাসনের উদ্যোগে  ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাঃ সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল)  আরিফ হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের  উপ পরিচালক মতিয়ার রহমান, জেলা সমাজ সেবা  কার্যালয়ের উপপরিচালক মো. ইমাম হাসিম গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজিউর রহমান রাজু সহ সাংবাদিক ও সুধীজনরা।
এসময় বক্তারা বলেন, অল্প সময়ে ও স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাম আদালত আরো শক্তিশালী ও জোরদার করলে অত্যন্ত গ্রামের মানুষও প্রকৃত আইনি সেবা পাবে ও হয়রানি থেকে মুক্ত হবে ।
জেলা গ্রাম আদালত সূত্রে জানা যায়,গত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোতে মামলা দায়ের হয়েছে ৩ হাজার ৩৬টি। এর মধ্যে ৬৯.৯৯ শতাংশ মামলার নিষ্পত্তি হয়েছে।
গ্রাম আদালতের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির পাশাপাশি ২ কোটি ৬২ লাখ ৬১হাজার ৭০ টাকা ক্ষতিপূরণ পেয়েছে ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.