সবার কথা বলে

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে সোনাগাজী কলেজ ছাত্রশিবির: হেল্প ডেস্ক চালু

0 40

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে সোনাগাজী কলেজ ছাত্রশিবির: হেল্প ডেস্ক চালু।

আজগর হোসাইন আতিক
সোনাগাজী – ফেনী:

আগামী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সেবামূলক কার্যক্রম চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাগাজী সরকারি কলেজ শাখা।
“পরীক্ষার্থীদের মানসিক স্বস্তি ও সহযোগিতার মাধ্যমে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিশ্চিত করা” — এই লক্ষ্যে কলেজের সামনে স্থাপন করা হয় একটি হেল্প ডেস্ক।

ছাত্রশিবিরের সদস্যরা পরীক্ষার্থীদের জন্য কলম, পানি, টিস্যু, চকলেটসহ প্রয়োজনীয় উপকরণ সাজিয়ে বসে আছেন। ব্যানারে লেখা রয়েছে: “২০২৫ সালের HSC পরীক্ষায় আগত শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক”, যা পরীক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

উক্ত সেবামূলক কার্যক্রম প্রসঙ্গে আয়োজকরা জানান, পরীক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস জাগানো, সামান্য সহযোগিতার মাধ্যমে বড় অনুপ্রেরণা দেওয়া এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য।

এমন উদ্যোগে স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.