সবার কথা বলে

ঘড়িষার ইউনিয়নে স/ন্ত্রা/স, চাঁ দা বাজি ও মা/দ/কের বিরুদ্ধে বি ক্ষো ভ মিছিল।

0 57

ঘড়িষার ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।

এম এ জব্বার – সংবাদের পাতা:

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঘড়িষার ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনগুলো। রবিবার (৬ জুন) বিকেলে শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল বের হয়ে একত্রিত হয় বাংলা বাজারে।

বিক্ষোভে যুবদল, ছাত্রদল, শ্রমিকদল কৃষকদল সহ বিএনপির হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বাংলা বাজার প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নেতারা বলেন, “ঘড়িষারে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাজকে জাগাতে হবে। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে এসব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হচ্ছি।”

তারা আরও জানান, আগামী দিনে ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলার কার্যক্রম চলমান থাকবে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সহ – সভাপতি নড়িয়া উপজেলা বিএনপি অছিউজ্জামান নওশেদ সরদার, সাবেক সদস্য নড়িয়া উপজেলা বিএনপি – আমিনুর রহমান আমিন, সাবেক নড়িয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক – মোঃ আশরাফুল ইসলাম রাতুল, চাঁন শরীফ হাওলাদার – সাংগঠনিক সম্পাদক ঘড়িষার ইউনিয়ন বিএনপি, মান্নান হাওলাদার সহ-সভাপতি ঘড়িষার ইউনিয়ন বিএনপি, বাচ্চু হাওলাদার – সাবেক যুবদল ঘড়িষার ইউনিয়ন বিএনপি, সোলাইমান মৃর্ধা ইতালী প্রবাসী বিএনপি নেতা, যুবনেতা শারফীন খান, আলাউদ্দিন মোল্লা, বিল্লাল খান।

তাছাড়া আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, মনছুর ছৈয়াল কৃষকদল সভাপতি ঘড়িষার ইউনিয়ন, সাধারণ সম্পাদক মিলন মালত, সাংগঠনিক সম্পাদক সেলীম, সিনিয়র সহ-সভাপতি ইমন মাঝী, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাগর থান – ঘড়িষার ইউনিয়ন, নড়িয়া উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি – স্বপন বেপারি , ঘড়িষার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি – ইমরান সরদার, সাধারণ সম্পাদক আমান, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল।

উপস্থিত ছিলেন, রাজ্জাক মালত, মনির সরদার, আশরাফ শেখসহ আরো অসংখ্য নেতৃবৃন্দ ও অত্র এলাকাবাসী প্রমুখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.