সবার কথা বলে

ঘড়িষার ও ডিঙ্গামানিক ইউনিয়নে বিএনপি’র বি ক্ষো ভ মিছিল

0 24

তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ঘড়িষার ও ডিঙ্গামানিক ইউনিয়নে বিক্ষোভ মিছিল।

এম এ জব্বার – সংবাদের পাতা:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও অপপ্রচার, সরকারের ব্যর্থতা এবং বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ও ডিঙ্গামানিক ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) বিকেলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি উপজেলার পন্ডিতসার বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘড়িষার বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় হাজারো বিএনপি ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দের উপস্থিতি লক্ষ করা যায়।

সমাবেশে বক্তারা বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক কটুক্তি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে। আমরা এসবের তীব্র নিন্দা জানাই এবং দেশবাসীকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।”

মিছিলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.