
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ডা: ফখরুদ্দিন মানিক।
আজগর হোসাইন আতিক – ফেনী:
ফেনী জেলার সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. ফখরুদ্দিন মানিক। ২০২৫ সালের ৩ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত এই পরিদর্শনে তিনি চিকিৎসাসেবা প্রদানের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
ডা. মানিক স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার সময় ডাক্তারদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, রোগীদের প্রতি সেবার মান এবং পরিস্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, “সাধারণ জনগণ যাতে সহজে ও বিনামূল্যে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পায়, সেজন্য প্রতিটি চিকিৎসাকেন্দ্রকে হতে হবে দায়িত্বশীল ও জনবান্ধব।”

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্যকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এবং রোগীরা। তিনি উপস্থিত জনসাধারণের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যাগুলো শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি চিকিৎসা নিতে আসা বয়স্ক ও দরিদ্র রোগীদের বিশেষভাবে খোঁজ-খবর নেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার ও জনগণের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্যসেবা গ্রহণকারী অনেকেই তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সরাসরি পরিদর্শন স্বাস্থ্যসেবার গুণগত মান বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।
ডা. ফখরুদ্দিন মানিক আরও জানান, “আমি শুধু একজন ডাক্তার নই, একজন সেবক হিসেবেই মানুষের পাশে থাকতে চাই। চিকিৎসাসেবার উন্নয়নে যা যা করা দরকার, আমি তা করবো।”
এই পরিদর্শন সোনাগাজীর স্বাস্থ্যসেবায় নতুন আশা জাগিয়েছে সাধারণ মানুষের মনে। তাঁরা প্রত্যাশা করছেন, নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপে স্বাস্থ্যসেবা হবে আরও উন্নত ও সবার জন্য সহজলভ্য।