সবার কথা বলে

জামালপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

0 4

জামালপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

মোঃ এমদাদুল হক
স্টাফ রিপোর্টার:

জামালপুর, ৩ আগস্ট “ধরিত্রী রক্ষায় আমরা” (ধরা) জামালপুর জেলা শাখার উদ্যোগে ইয়াসিনপাড়া উন্নয়ন দল ও সোনাকাতা উন্নয়ন দলের সহযোগিতায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আজ ইয়াসিনপাড়া, কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

ইয়াসিনপাড়া উন্নয়ন দলের সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক, ধরা জামালপুর জেলা শাখা। তিনি প্রকৃতি সংরক্ষণে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরা জামালপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মহব্বত এবং জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান খান। প্রধান আলোচক হিসেবে মোহাম্মদ আমির উদ্দিন (অব. শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব) বিভিন্ন উপমা ও কুরআনের আলোকে বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া মানুষকে বৃক্ষ রোপনে উৎসাহিত করতে অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের হাতে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয় এবং সম্মিলিতভাবে গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক মাসে জামালপুরের বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণের মাধ্যমে সবুজ আচ্ছাদন গড়ে তোলা হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.