
বালিয়াডাঙ্গীতে জুলাই গণঅভ্যুথ্যান দিবস উপলক্ষে জামায়াতের আনন্দ র্যালি সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত।
মোঃ সাইফুল ইসলাম
বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় হতে একটি আনন্দ র্যালি বেড় হয়ে বালিয়াডাঙ্গী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চোত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে, বক্তব্য রাখেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য, রংপুর, দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, সাবেক জেলা আমি মজলুম জননেতা আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম।
উপজেলা জামায়াতের সেনেটারি অধ্যাপক শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, জামায়াত নেতা শেখ আইয়ুব আলী, ইলিয়াস আলী প্রমুখ।
জুলাই গণ অভ্যুথ্যান দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে আওয়ামীলীগের দুঃশাসনের আমলে ও আওয়ামীলীগ সরকারককে ক্ষমতা থেকে হটাতে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতায় দোয়া মোনাজাত করা হয়।