সবার কথা বলে

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের র‌্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0 6

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের র‌্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

এম এ জব্বার – সংবাদের পাতা:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৯ আগষ্ট বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল র‌্যালি বের করা হয়। পরে স্থানীয় একটি স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি – আমিনূল রহমান আমান ও সাধারণ সম্পাদক – মোজাম্মেল মাদবর।

তাছাড়া প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

বক্তারা বলেন, “স্বেচ্ছাসেবক দল বিএনপির নির্ভীক সৈনিক। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে এই সংগঠনের ভূমিকা অতুলনীয়।”
তারা আরও বলেন, “স্বেচ্ছাসেবক দল আগামী আন্দোলন-সংগ্রামে বড় ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের জন্য বিশেষ দোয়া করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.