
বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে স্বেচ্ছা সেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
মোঃ সাইফুল ইসলাম
বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নানা আয়োজনে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার (২১আগস্ট) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছা সেবক দলের উদ্যেগে বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহাজাহান আলী , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদকসহ- বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।