সবার কথা বলে

২৪ এর জুলাই

0 4

২৪এর জুলাই
কবি জামাল

৭১এর যুদ্ধ নয়তো, নয়তো মুক্তি সংগ্রাম
জুলাই’২৪ আন্দোলনে হইলো অভুত্থান
দেশকে নতুন সাজ দেখালো নব্য কিশোর দল
সোনার বাংলা গড়বে তারা,বাহুতে নবীন বল।

সাঈদ, মুগ্ধ শহিদ হলো এক দপাতে সবাই লড়লো
গুম, হত্যা, শৈরাচারীর এক নিমিষে পতন হলো
গণতন্ত্র ফিরবে আবার নতুন দেশে আশা সবার
নিপাত যাবে পরাধীনতার জ্বলবে শিখা স্বাধীনতার।

বিশ্ব দেখলো কেমন করে অস্ত্র ছাড়া যুদ্ধ করে
দেশকে বাঁচায় ছাত্র সমাজ মুখে স্লোগান ধরে,
অধিকারের দাবি যদি ন্যায় নীতিতে রয়
মরণ যুদ্বে থাকে সদা বীর অকুতোভয়।

হিম্মত তার আকাশচুম্বী, নুইয়ে পড়ার নয়
জয়ের উল্লাস মাখবে তারা কিসের আবার ভয়
সেথায় কবু থাকেনা কারো পশ্চাতে পদ চরণ
দেশটি সবার ভালোবাসায় পূর্ণতা হউক আপন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.