সবার কথা বলে

এবার মহিলা লীগের লিমাসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

0 13

এবার মহিলা লীগের লিমাসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে।

ডেস্ক রিপোর্ট – সংবাদের পাতা:

রাজধানীর পৃথক তিন থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুসরাত জাহান লিমাসহ ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

আসামিরা হচ্ছেন – আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আনিসুর রহমান, পাথরঘাটা উপজেলা যুবলীগের সদস্য মো. রিপন, আওয়ামী লীগ নেতা মো. নেছার আলী, ছাত্রলীগ নেতা কাজী আইনুল ইসলাম আশিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম আল সনেট, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মো. আরশেদ আলী বিশ্বাস, রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সহসভাপতি অবিমন্যু বিশ্বাস অভি, আমিনুল হক ফয়সাল ও মো. বেলাল হোসেন তুহিন।

আদালত সূত্রে জানা গেছে, আসামিরা নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে রাজধানীর ধানমন্ডি, শাহজাহানপুর ও বনানী এলাকায় মিছিল করেন।

তবে এসব ঘটনায় গত ১ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি ও গত ১৯ মে শাহজাহানপুর এবং গত ২ সেপ্টেম্বর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

সূত্র: আমার দেশ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.