
নড়িয়ায় শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
এম এ জব্বার – সংবাদের পাতা:
আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৩৩টি ও সখিপুর থানার ৩টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পানি ভবনে সভায় পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, স্বাস্থ্যবিধি, মণ্ডপ ব্যবস্থাপনা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় আমরা মিলেমিশে দুর্গাপূজা উদ্যাপন করবো।”
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।
পূজাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
পরে সভায় মণ্ডপগুলোর প্রস্তুতি নিয়ে ইতিবাচক অগ্রগতি ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।