সবার কথা বলে

বাগমারা বিলে ভেসে উঠলো লা শ

0 11

বাগমারা বিলে ভেসে উঠলো লাশ।

মো:গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি:

হঠাৎ করে বিলে ভেসে উঠল লাশ। রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের সোনাবিলা নামক বিল থেকে মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) বিকেলে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহালে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য মতে, বিকেলে খালি গায়ে ওই ব্যক্তিকে ওই এলাকায় হেঁটে যেতে দেখা গেছে। স্যান্ডেল হাতে নিয়ে এক টিউবওয়েলে তাকে পানি পান করতেও দেখা গেছে। শারীরিক ভাবে সে প্রতিবন্ধী।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.