সবার কথা বলে

ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে শিশুর মৃ//ত্যু

0 6

ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে শিশুর মৃত্যু।

মোঃ সাইফুল ইসলাম

বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে এসে আয়মান (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলা চত্বরে অবস্থিত পুকুরে সাঁতার প্রশিক্ষণের সময় পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।

মৃত আয়মান সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে।

প্রশিক্ষকরা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েক সপ্তাহ ধরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ চলছে। সপ্তাহে শুক্রবার ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হয়। আজও প্রশিক্ষণ চলছিল। আয়মানের চাচা নিজেই একজন প্রশিক্ষক, তার সঙ্গে শিশু আয়মান এসেছিল। প্রশিক্ষণ নেয়ার পর আয়মানকে পানি থেকে তুলে দেয়া হয়। পরে সবার চোখ ফাঁকি দিয়ে পানিতে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রশিক্ষণ নিয়ে পানি থেকে ওঠানো হয় তাকে। পরে চোখ ফাঁকি দিয়ে আবার পানিতে নামলে এ দুর্ঘটনা ঘটে। তারপরও কারও গাফিলতি আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে সকল অভিভাবককে আরও সচেতন হওয়ার অনুরোধ করেছেন তিনি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.