সবার কথা বলে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাল বি*রো*ধী অ/ভি/যা/ন অব্যাহত

0 11

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাল বিরোধী অভিযান অব্যাহত।

মোঃ সাইফুল ইসলাম

বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের ছোট্ট সিংহা একটি ব্রিজ এর নিচের বিল থেকে দেশীয় প্রজাতির মাছ ও মাছের পোনা রক্ষায় প্রায় ৩ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ ।

এ সময় ২০ থেকে ৩০ টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে। জালের বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে জানিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী থানার পুলিশ সদস্যরা ও ২ নং চাড়োল ইউনিয়নের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহ অনেকে।

উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “রিং জাল ও কারেন্ট জাল সব ধরনের মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে দেশীয় ছোট মাছ ও মাছের পোনা এতে সহজেই আটকা পড়ে মারা যায়। এজন্য এসব জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.