
নিহত আজাদের শরীয়তপুরের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
এম এ জব্বার – সংবাদের পাতা:
ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়লে এক পথচারীর মৃ/ত্যু হয়েছে। নি’হতে’র নাম আবুল কালাম, তার গ্রামের বাড়ি শরীয়তপুরে।
রোববার ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপর থেকে ভারী কালো বস্তুটি পড়লে ঘটনাস্থলেই মা/রা যান ওই পথচারী। এতে পাশের একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি জানান, লাইনের গার্ডারের জয়েন্ট থেকে বিয়ারিংটি খুলে পড়ে যায়।
পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। এর আগে, গত ১৮ সেপ্টেম্বরও ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের একটি স্প্রিং সরে যাওয়ার ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় নিহত আবুল কালাম আজাদের শরীয়তপুরের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের স্বজনরা জানান ফেইসবুক এর মাধ্যমে জানতে পারেন আবুল কালাম আজাদের মৃত্যুর খবর। এই খবর শোনার সাথে সাথেই নিহতের বাড়িতে ছুটে আসেন স্বজন ও এলাকা বাসি, নিহত আবুল কালাম আজাদ নড়িয়া উপজেলার মোক্তারের চর এলাকার ইশ্বর কাঠি গ্রামের মৃত জলিল চোকদারের ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠান টুলি এলাকায় বসবাস করতেন, তার দুটি শিশু সন্তান রয়েছে বলে জানান পরিবারের স্বজনরা। ঢাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ গ্রামের বাড়িতে এনে দাফন করা হবে বলে জানান তার পরিবার। তবে এই ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষকে দায়ী করে ক্ষতি পুরন দাবি করেন নিহতের পরিবার।